বঙ্গোপসাগরে ও মেঘনায় তিনটি ট্রলারডুবি, ৪২ জেলে জীবিত উদ্ধার

নৌ দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মাছ ধরার ট্রলারগুলোতে থাকা ৪২ জন জেলে। তাঁদের অন্য ট্রলারের জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারগুলোর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১২টার মধ্যে এ তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটে বলে স্থানীয় জেলেরা জানিয়েছেন।

তিনটি ট্রলারের একটির জেলেদের উদ্ধারকারী এমভি হামজা-১ ট্রলারের মাঝি এনায়েত হোসেন বলেন, প্রচণ্ড বাতাস ও সেই সঙ্গে সাগর উত্তাল থাকায় ঘাটে ফিরে আসছিলেন তাঁরা। আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ নিঝুম দ্বীপের আনুমানিক ৪০ কিলোমিটার দক্ষিণে এলে তাঁদের পাশের একটি ট্রলার ডুবে যেতে দেখেন। পরে ডুবে যাওয়া ট্রলারের ১৬ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে নিঝুম দ্বীপের নামারবাজার ঘাটে নিয়ে আসেন তাঁরা।

বৈরী আবহাওয়ার কারণে তিনটি ঘটনাস্থলের কোনোটিতেই যেতে পারেননি হাতিয়া কোস্টগার্ডের সদস্যরা।

এনায়েত হোসেন আরও জানান, ঘাটে আসার কিছুক্ষণ পরপর অন্য আরেকটি ট্রলার আরও ১৭ জন মাঝিমাল্লাকে উদ্ধার করে নিয়ে আসে। তাঁদের ট্রলারটি উত্তাল সাগরে ডুবে গেছে বলে উদ্ধার হওয়া জেলেরা জানিয়েছেন।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলার দুটির একটির মালিক হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের জংগলিয়ার ঘাটের জসিম মাঝি এবং অপরটির মালিক একই ঘাটের রিপন মাঝি। এই দুটি ট্রলারের ৩৩ জন মাঝিমাল্লাকে নিঝুম দ্বীপ নামারবাজারের দুটি ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। পরে তাঁদের নামারবাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

এদিকে বেলা ১১টার দিকে হাতিয়ার দমারচরের কাছে মেঘনা নদীতে প্রবল বাতাসে ডুবে যায় আরও একটি ছোট মাছ ধরার ট্রলার। এই ট্রলারটির মালিক ভোলা জেলার মনপুরা উপজেলার মো. সাকুচিয়া।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানান, প্রবল ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যাওয়ার পর ৯ জন জেলে ট্রলারের একটি অংশ ধরে ভাসতে থাকেন। পরে হাতিয়ার সূর্যমুখী ঘাটের একটি ট্রলার তাঁদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। উদ্ধার হওয়া জেলেরা এ ঘটনা তাঁকে জানিয়েছে বলে তিনি জানান।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার প্রবীর কুমার আজ বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে ও সূর্যমুখী খালের কাছে মেঘনায় তিনটি মাছ ধরা ট্রলারডুবির খবর তিনি পেয়েছেন। তবে বৈরী আবহাওয়ার কারণে তিনটি ঘটনাস্থলের কোনোটিতেই তাঁরা যেতে পারেননি। স্থানীয় জেলেদের মাধ্যমে জেনেছেন, তিনটি ট্রলারে থাকা জেলেদের অন্য ট্রলারের জেলেরা জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছেন। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।