বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের বাকি মাত্র ছয় দিন। এখন শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আজ সোমবার গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টির ও স্বতন্ত্র মেয়র প্রার্থী।
সোমবার বিকেলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত নগরের চাঁদমারি এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগের সময় খায়ের আবদুল্লাহ বলেন, ‘দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত বরিশালকে নতুনভাবে সাজাতে আপনাদের মূল্যবান ভোটটি নৌকা মার্কায় দিন। বরিশাল একসময় উন্নয়নের নগরী ছিল। ছিল প্রাচ্যের ভেনিস হিসেবে পরিচিত। গত ১০ বছরে এখানে দায়িত্বরত জনপ্রতিনিধিরা উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। অথচ সারা দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নযজ্ঞ চলেছে।’
আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী আরও বলেন, ‘বরিশাল নগরবাসীর মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করতে শেখ হাসিনা আমাকে বরিশাল সিটিতে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। ১২ জুন আপনারা আমাকে সেই কাঙ্ক্ষিত উন্নয়ন করার সুযোগ দিন। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। অবশ্যই আপনাদের প্রতিদান ফিরিয়ে দেব। আমাদের অঙ্গীকার, নতুন বরিশাল গড়ব।’
এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী দপ্তর সেলের প্রধান লস্কর নুরুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ শাহাব, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুয়াল হোসেন প্রমুখ।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম সোমবার দুপুরে ১০ নম্বর ওয়ার্ডের বরফকল ও কেডিসি এলাকায় গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, ‘বরিশাল সিটির বর্ধিত বিশাল এলাকার ভোটাররা এখনো গুরুত্বপূর্ণ অনেক নাগরিক–সুবিধা থেকে বঞ্চিত। সিটি করপোরেশনের নির্ধারিত ট্যাক্স পরিশোধ করেও রাস্তাঘাট, বর্জ্য অব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থাপনার অভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের। আমি বিজয়ী হলে বর্ধিত এলাকা নিয়ে বিশেষ পরিকল্পনা তৈরি করে সেখানকার মানুষের চলাচলের জন্য প্রশস্ত সড়ক, যথাযথ পয়োনিষ্কাশনব্যবস্থা, মশকনিধনে কার্যকরে বিশেষ ব্যবস্থা নেব।’
এ ছাড়া নগরের ১৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বগুড়া রোড, ১৮ নম্বর ওয়ার্ডের মুনসি গ্যারেজ, ২০ নম্বর ওয়ার্ডের কলেজ অ্যাভিনিউ, ২৫ নম্বর ওয়ার্ডের গ্যাস্টারবাইন ও ২৪ নম্বর ওয়ার্ডের লালার দীঘিরপাড় এলাকায় গণসংযোগ করেন মুফতি সৈয়দ ফয়জুল করিম।
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন সোমবার গণসংযোগ করেন নগরের অক্সফোর্ড মিশন সড়ক ও এর আশপাশের এলাকায়।
এ সময় তিনি বলেন, ‘বরিশালের পরিবেশ এখন ভয়াবহ। বর্তমানে যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদের বাহিনী অবৈধভাবে নদী দখল, খাল দখল ও জমি দখল করেছেন। কেউ প্রতিবাদ করলে তাঁর ওপর নেমে আসে সীমাহীন নির্যাতন ও মামলা। এভাবে নীরবে আর কত সহ্য করবেন? তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। ১২ জুন লাঙ্গল মার্কায় ভোট দিয়ে দুঃশাসনের জবাব দিন।’
এদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান ওরফে রূপণ সোমবার সকালে নগর ভবন এলাকার ফলপট্টি, হাটখোলা, বাজার রোড এবং বিকেলে ৬ নম্বর ওয়ার্ডের কলাপট্টি বস্তি ও ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর বস্তিতে গণসংযোগ করেন।
এ সময় কামরুল বলেন, ‘আমার বাবা আজীবন আপনাদের সুখে-দুঃখে পাশে থেকেছেন, আপনাদের জন্য কাজ করেছেন। আপনারা তাঁকে বারবার ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। আমাকে জয়ী করলে বাবার কাছ থেকে পাওয়া শিক্ষা কাজে লাগিয়ে আপনাদের সেবক হিসেবে সব সময় পাশে থাকব। এই নগরের উন্নয়ন করব। আধুনিক বরিশাল গড়ব।’