মৌলভীবাজারে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি ঘোষণা

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম
ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। ৩২ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিমকে। কমিটির অন্যরা সবাই সদস্য।

গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে নতুন আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে সদস্য হিসেবে আছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সদস্যদের মধ্যে আছেন মোয়াজ্জেম হোসেন, আবদুর রহিম, মোশারফ হোসেন, আবেদ রাজা, মুজিবুর রহমান, আবদুল ওয়ালি সিদ্দিকি, নাছির উদ্দিন, আশিক মোশারফ, আবদুল মুকিত, ফখরুল ইসলাম, মুহিতুর রহমান, আবদুল হাফিজ, মাহমুদুর রহমান, হেলু মিয়া, মনোয়ার আহমদ রহমান, বকশী মিছবাহুর রহমান, মতিন বকস, মাহাবুব ইজদানী ইমরান, বকশী জুবায়ের আহমেদ, আবুল কালাম, জিতু মিয়া, স্বাগত কিশোর দাস চৌধুরী, গাজী মারুফ আহমেদ, আবদুল হক, দুরুদ আহমদ, আশরাফুজ্জামান খান, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিসুজ্জামান বায়েস ও মহসীন মিয়া।

জেলা বিএনপি ও স্থানীয় নেতা-কর্মী সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। ১৫১ সদস্যবিশিষ্ট কমিটির সভাপতি হন এম নাসের রহমান এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান। পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর কিছুদিন সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে একসঙ্গে জেলা বিএনপির সব কার্যক্রম চলেছে। পরে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা বিএনপির দুই অংশ আলাদা হয়ে যায়। মাঝেমধ্যে অল্প সময় একসঙ্গে চললেও পৃথক হয়ে থাকে তারা। স্থানীয় ও কেন্দ্রীয় নানা কার্যক্রম আলাদাভাবে বাস্তবায়ন করা হয়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের নতুন কমিটি হয়েছে। সুন্দর কমিটি গঠন করার জন্য আমরা একত্রে বসব। কমিটিতে সব পক্ষের মানুষ (সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মী) আছে। এখন সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে।’

নতুন কমিটির আহ্বায়ক ফয়জুল করিম প্রথম আলোকে বলেন, ‘গতকাল সন্ধ্যার দিকে নতুন কমিটি হাতে পেয়েছি। এরপর ফোনে ও সরাসরি কমিটির সবার সঙ্গে যোগাযোগ করছি। দলের বিষয়ে আলাপ করছি। আমার প্রথম ও সর্বোচ্চ চেষ্টা থাকবে সবাইকে একসঙ্গে করে দলকে সংগঠিত করা। দলের মধ্যের মতবিরোধের নিরসন করা। দলের নেতা তারেক রহমানের নির্দেশ মতো দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। অবিলম্বে আহ্বায়ক কমিটির সভা ডেকে পরের কার্যক্রম গ্রহণ করা হবে।’