ত্রিশালে ট্রাকচাপায় তিনজন নিহতের মামলায় গ্রেপ্তার চালক দুই দিনের রিমান্ডে

সড়কে জন্ম নেওয়া নবজাতক
ফাইল ছবি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ট্রাকচালক রাজু আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার বিকেলে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তাইজুল ইসলাম ওই ট্রাকচালকের রিমান্ড মঞ্জুর করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, ট্রাকচালক রাজু আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনজন নিহত হওয়ার ঘটনায় নিহত জাহাঙ্গীর আলমের বাবা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গত রোববার রাতে ত্রিশাল থানায় মামলা করেন। ট্রাকচালক রাজু আহমদকে গত সোমবার ঢাকার পাশে সাভার থেকে আটক করে র‌্যাব। পরে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

গত শনিবার ত্রিশাল উপজেলার কোর্ট ভবন এলাকায় ট্রাকচাপায় নিহত হন রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম (৪২), তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩২) ও তাঁদের ছয় বছরের মেয়ে সানজিদা। এ সময় রত্না বেগম সড়কের মধ্যে নবজাতকের জন্ম দেন। এ ঘটনায় বাবা-মা ও বোন মারা গেলেও সেই নবজাতক অক্ষত থাকে।

নবজাতকের ছবিসহ সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ায় অনেকেই নবজাতককে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। জন্মের পর থেকেই নবজাতককে নিজের হাসপাতালে রেখে চিকিৎসা করাচ্ছিলেন ময়মনসিংহের লাবীব হাসপাতালে মালিক মো. শাহ জাহান। তবে গত সোমবার রাতে নবজাতকের রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতকের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।