নিহত আবদুল মমিন
নিহত আবদুল মমিন

এক রেললাইনে ট্রেন দেখে হাঁটছিলেন আরেক লাইনে, কাটা পড়ে আ.লীগ নেতার মৃত্যু

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শিকারপুরে ট্রেনে কাটা পড়ে আবদুল মমিন (৫৭) নামের আওয়ামী লীগের নেতা নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। তিনি একই উপজেলার শিকারপুর এলাকার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ার। তিনি জানান, আবদুল মমিন ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দলের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও শরীরচর্চার অংশ হিসেবে ওই এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন মমিন। এ সময় ওই রেললাইনে একটি ট্রেন দেখতে পেয়ে পাশের রেললাইন ধরে হাঁটা শুরু করেন। এমন সময় ওই রেললাইনে তাঁর পেছন দিক থেকে আরেকটি ট্রেন চলে আসে। এ সময় কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

পরে স্থানীয় লোকজন তাঁর মরদেহ উদ্ধার করে। পরিবার ও স্বজনদের অনুরোধে কোনো ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেয় কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনার বিষয়ে লাকসাম রেলওয়ে ক্রসিং থানার ইনচার্জ মুরাদ উল্লাহ বাহার জানান, তিনি ঘটনাটি শুনেছেন।