পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় একটি ডোবা থেকে জীবিত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে আন্ধারমানিক নদ-সংলগ্ন উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রামের একটি ডোবায় ডলফিনটি পাওয়া যায়।
স্থানীয় লোকজনের ধারণা, জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে ডোবায় এসেছে। ডলফিনটি উদ্ধারের পর বিকেল পাঁচটার দিকে বঙ্গোপসাগরের মোহনায় অবমুক্ত করা হয়।
উদ্ধার হওয়া ডলফিনটি বোতলনোজ প্রজাতির ডলফিন বলে জানিয়েছেন উপকূলের পরিবেশ–প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ অ্যাকটিভিটির পটুয়াখালীর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি। তিনি প্রথম আলোকে বলেন, ডলফিনটি বোতলনোজ প্রজাতির। এটির দৈর্ঘ্য ৬ ফুট ও প্রস্থ দেড় ফুট। ডলফিনটির গায়ের রং কালো।
এদিকে ডোবায় ডলফিন ভেসে এসে আটকে পড়ার খবরে অনেকে দেখতে সেখানে ভিড় করেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার অব পটুয়াখালী’র কলাপাড়া দলের সদস্য আলম নজির ডলফিন উদ্ধারকারী দলে ছিলেন।
আলম নজির প্রথম আলোকে বলেন, কুয়াকাটা সৈকতে গত কয়েক বছরে অনেক মৃত ডলফিন ভেসে এসেছে। এবার তাঁরা জীবিত ডলফিন পেয়েছেন। এটি খুশির খবর। প্রাথমিকভাবে ডলফিনটি উদ্ধার করে সেবা দিয়ে সুস্থ করেন। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে আন্ধারমানিক নদ-সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় ডলফিনটিকে অবমুক্ত করা হয়। তিনি বলেন, জেলেদের জালে আটকে ডলফিনটি কিছুটা আহত হয়েছিল। তাঁদের ধারণা, জোয়ারের পানিতে ভেসে নদ-সংলগ্ন জালালপুর গ্রামের ডোবায় ঢুকে পড়ে ডলফিনটি।