রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ ওরফে চাঁদ পুঠিয়ার জনসভায় প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সে জন্য দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান (মিনু)।
মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করি। ওভাবে ব্যক্তিগত আক্রমণটা ঠিক হয়নি। মুরব্বি হিসেবে আমি তাঁর পক্ষে দুঃখ প্রকাশ করছি।’
গত শুক্রবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে আবু সাঈদ বলেন, ‘আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার, আমরা করব।’
এ ঘটনায় গতকাল রোববার দিবাগত রাতে আবু সাঈদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ। এ ছাড়া এ বক্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগ দেশজুড়ে প্রতিবাদ সমাবেশ করছে।
সোমবার সন্ধ্যায় মুঠোফোনে মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাইরে থাকার কারণে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিতে পারছি না। মুঠোফোনে কল করে সবাইকে বলছি। রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিতে গেলে এ ধরনের ‘‘স্লিপ অব টাং’’ হয়ে যায়। আমাদেরও এ রকম হয়। কিন্তু ভুল করার সঙ্গে সঙ্গে আমরা সংশোধন করে দিই। দরকার হলে সংবাদ সম্মেলন করে ভুল সংশোধন করি, ক্ষমা চাই। চাঁদ এটা ভুল করেছে। তারও সঙ্গে সঙ্গে সংশোধন আনা উচিত ছিল।’
এ ধরনের বক্তব্য না দেওয়ার জন্য দলের নির্দেশনা রয়েছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, ‘চাঁদের বক্তব্য আমাদের দলের কথা নয়। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, শুধু এই বক্তব্যই দেওয়ার কথা আমাদের। কিন্তু চাঁদ আবেগপ্রবণ ছেলে। সে জন্য হয়তো এ ধরনের কথা বলে ফেলেছে। তার বড় ভাই হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি। তার হয়ে ক্ষমা চাইছি সবার কাছে।’