শেরপুরের নকলা উপজেলায় মো. শফিকুল ইসলাম (৫৫) নামের এক পল্লিচিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ওই গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাইলামপুর পূর্বপাড়া গ্রামের বাজারে দিহান স্টোর অ্যান্ড মেডিসিন পয়েন্ট নামে শফিকুলের একটি ওষুধের দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে রাতের বেলায় তিনি ওই দোকানে ঘুমাতেন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে তিনি বাড়ি থেকে সাইলামপুর পূর্বপাড়া গ্রামের দোকানের উদ্দেশে বের হন। আজ রোববার সকাল আটটার দিকে শফিকুলের ছেলের বউ কিছু জিনিসপত্র আনার জন্য বাড়ি থেকে দোকানে গিয়ে শাটার বন্ধ দেখেন। পরে দোকানের পেছনে গিয়ে দেখেন দরজা খোলা। দোকানের ভেতরে মেঝেতে রক্তাক্ত অবস্থায় শ্বশুর শফিকুলের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁর চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
তবে দেশের চলমান পরিস্থিতির কারণে পুলিশ ঘটনাস্থলে যায়নি। পরে টালকী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাফ্ফর মহিউদ্দিন ও নিহত ব্যক্তির পরিবারের সহযোগিতায় এলাকাবাসী শফিকুলের লাশ নকলা থানায় নিয়ে আসেন। থানায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের মিয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির লাশে দেশীয় ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গতকাল রাত থেকে রোববার ভোরের কোনো এক সময়ে তাঁকে কুপিয়ে হত্যা করেছে। তবে কেন ও কী কারণে তাঁকে খুন করা হয়েছে, সে বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তপূর্বক আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।