ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) একজন চেয়ারম্যানের বাড়িতে ‘বৈঠক করতে গিয়ে’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে পাঁচজন ইউপি সদস্য আটক হয়েছেন। আজ রোববার দুপুরে যৌথ বাহিনীর অভিযানে তাঁদের আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উপজেলার বালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামছুল ইসলামের পাগুলি গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। শামছুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শামছুল ইসলামের বাড়িতে লোকজন জড়ো হওয়ার খবরে আজ রোববার বেলা একটার দিকে অভিযান চালায় যৌথ বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পেয়ে বাড়ি পালিয়ে যান ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম। তবে ঘটনাস্থল থেকে আটক করা হয় ইউনিয়ন পরিষদের পাঁচজন সদস্যকে।
আটক ইউপি সদস্যরা হলেন ১ নম্বর ওয়ার্ডের মো. শফিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের মো. নুরুল আমিন সরকার, ৩ নম্বর ওয়ার্ডের মো. নজরুল ইসলাম (৫২), ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফয়সাল আহমেদ (৩৮) ও ৯ নম্বর ওয়ার্ডের মো. হামিদুল ইসলাম (৪০)।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. টিপু সুলতান বলেন, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি উপলক্ষে ইউপি চেয়ারম্যানের বাড়িতে লোকজন জড়ো হচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। ৫ আগস্টের পর দায়ের হওয়া নাশকতার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।