ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা সমর্থকদের মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা

ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকদের মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা। শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার ফুটবল দলের সমর্থকেরা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। মিছিল ও শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক কালীবাড়ি মোড়, টিএরোড, মঠের গোড়া, হাসপাতাল সড়ক, কুমারশীল মোড় প্রদক্ষিণ করে টেংকেরপাড়ের লোকনাথ দিঘির ময়দানে গিয়ে শেষ হয়। আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে দলটির কয়েক হাজার সমর্থক এতে অংশ নেন। এ সময় শহরবাসী করতালির মাধ্যমে শোভাযাত্রাকে স্বাগত জানান।

আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি পরে দলটির কয়েক হাজার সমর্থক মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে

শোভাযাত্রার আয়োজক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘ফুটবল বিশ্বকাপ এলেই আমরা সবাই উজ্জীবিত হই। বাংলাদেশে ফুটবল দল আর্জেন্টিনার বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। তা ছাড়া আর্জেন্টিনার কোচ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। এতে আমরা অনেক খুশি হয়েছি। কারণ, বিশ্বকাপের আসরে বাংলাদেশ ফুটবল না খেলতে পারলেও অন্তত আর্জেন্টিনার কোচের মুখে বাংলাদেশ নামটি তো উচ্চারণ হয়েছে।’ তিনি বলেন, ‘আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে আমরা এই শোভাযাত্রার আয়োজন করেছি। আমরা আনন্দ করার জন্য একত্র হয়েছি। ফুটবলের জাদুকর লিওনেল মেসির হাতে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ট্রফি উঠবে বলে আশা করছি।’

শোভাযাত্রায় তিন শতাধিক মোটরসাইকেল ছিল। বাকিরা পায়ে হেঁটে অংশ নেন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে

আরেক আয়োজক জেলা ছাত্রলীগের সদস্য আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা স্থানীয় আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে নিয়ে সবার সঙ্গে যোগাযোগ করে এই আনন্দ শোভাযাত্রা ও মিছিলের আয়োজন করেছেন। তিনি বলেন, ‘ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসি আর্জেন্টিনার প্রাণ। ফুটবল মানে মেসি। চ্যাম্পিয়ন ট্রফি মেসি হাতে নেবেন, এমনটাই দেখতে চাই।’

এবার কাতারে অনুষ্ঠিত ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন ফুটবল দলের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। বিভিন্ন বাসাবাড়ির ছাদে, রাস্তার পাশে টানানো হয়েছে প্রিয় দলের পতাকা। প্রিয় দলের পতাকার আদলে করা হয়েছে বাড়ির রং। কার চেয়ে কে বড় পতাকা টানাবে, এই প্রতিযোগিতাও শুরু হয়েছে। শহরের দোকানগুলোতে চলছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানিসহ বিভিন্ন দলের পতাকা বিক্রির ধুম।