সাতক্ষীরায় কর্মরত পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক। আজ শনিবার গণমাধ্যমে বিবৃতি পাঠান তাঁরা।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরার পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে সম্প্রতি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। অবলম্বে তাঁরা এ মামলা প্রত্যাহারের আহ্বান জানান।
সংবাদ প্রকাশের জেরে ওই পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে ২ এপ্রিল সাতক্ষীরার তালা আমলি আদালতে মামলা করেন স্থানীয় শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ব্যবস্থাপক জহর আলী সরদার। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ২৩ মের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি গাজী ফারহাদ, স্থানীয় দৈনিক পত্রদূতের সাংবাদিক হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের সাংবাদিক হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের সাংবাদিক শাহীন বিশ্বাস। তাঁদের বিরুদ্ধে শপিং ভ্যালি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপক জহর আলী সরদারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং বাদীকে মারধর করে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
আজকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, তালা উপজেলার আটারই গ্রামে অবস্থিত শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস নামের ওই সেমাই কারখানায় নিম্নমানের ভেজাল সেমাই উৎপাদনসংক্রান্ত একটি খবর প্রকাশের পর র্যাব-৬ এর ভ্রাম্যমাণ আদালত কারখানাটিতে অভিযান চালান। বিএসটিআইয়ের নিবন্ধন ছাড়াই নিম্নমানের সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়ায় কারখানাটি সিলগালা ও ২৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনার কয়েক দিন পর ওই কারখানার মালিকপক্ষ চাঁদাবাজির মিথ্যা মামলাটি করেন।
বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই-এলাহী, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের স্টাফ রিপোর্টার এম কামরুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবজমিনের জেলা প্রতিনিধি ইয়ারব হোসেন, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, দেশ টিভির জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪–এর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, ইনডিপেনডেন্ট টেলিভিশন ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, হৃদয় বার্তার সম্পাদক জি এম মোশারফ হোসেন, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম জিল্লুর রহমান, এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান, যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, মানবকণ্ঠের জেলা প্রতিনিধি মেহেদি আলী, বাংলা নিউজের জেলা প্রতিনিধি শেখ তানজির আহমেদ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস, যায়যায়দিনের জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম, দৈনিক পত্রদূতের চিফ রিপোর্টার আবদুস সামাদ, দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন, গ্লোবাল টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি রাহাত রাজা।