সংগীত, শিল্পকলা ও প্রকৃতির মিশেলে অভিনব উৎসবের আয়োজন হতে যাচ্ছে কক্সবাজারের মারমেইড ইকো বিচ রিসোর্টে। উৎসবের নাম দেওয়া হয়েছে ‘বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল’। যুক্তরাষ্ট্রের ব্ল্যাক রক সিটিতে হওয়া ‘বার্নিং ম্যান’ উৎসবের আদলে এটি ২৯ থেকে ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আয়োজকেরা জানান, বিশ্বের সবচেয়ে বড় শিল্প ও সংস্কৃতি উৎসবগুলোর মধ্যে অন্যতম ‘বার্নিং ম্যান’। উৎসবটি যুক্তরাষ্ট্রের নেভাডা ব্ল্যাক রক সিটির মরুভূমিতে প্রতি বছর অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, উদ্যোক্তা এবং দর্শকেরা এসে একত্র হন। সৃজনশীলতা, মুক্ত পরিবেশ, স্বাধীনতা—এগুলোই হচ্ছে উৎসবের মূলমন্ত্র। বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যালও সেই একই আদর্শে আয়োজিত হবে।
এতে বিভিন্ন দেশের শিল্পী, উদ্যোক্তা আর সৃজনশীল মানুষেরা অংশ নেবেন। উৎসবের কিউরেটর হিসেবে যুক্ত হয়েছেন জাপানের শিল্পী ও লাইটিং ডিজাইনার জিরো এনদো।
মারমেইড ইকো বিচ রিসোর্টের অবস্থান কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভের প্যাঁচার দ্বীপে। এই রিসোর্ট সাজানো হবে উৎসবের রঙে। উৎসবের আয়োজক মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী বলেন, ‘টেক এ ব্রেক’–এ উৎসবের মূল ধারণা। আয়োজনের তিন দিনে অতিথিদের রোমাঞ্চকর সব অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে যাওয়া হবে। থাকবে দেশ সেরা রাঁধুনিদের তৈরি করা সুস্বাদু খাবার ও পানীয়র আয়োজন।