চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে মোহাম্মদ তারেক (২৫) নামের এক নছিমনচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তারেক ওই ইউনিয়নের করবলা টিলা এলাকার বাদশা আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বেড়াজালি গ্রামের সরু সড়ক দিয়ে একটি নছিমন ও বালুবাহী একটি ট্রলি যাওয়ার সময় একটি গাড়ি অন্যটিকে পার হওয়ার জায়গা দিতে গেলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক তারেক নছিমনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরেফিন আজিম বলেন, গুরুতর আহত অবস্থায় নছিমনচালককে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে এর আগেই তিনি মারা যান।
নছিমনচালকের সহকারী মো. জিহান বলেন, ‘আমাদের নছিমনটি ছোট। বড় একটি ট্রলিকে পাশ দিতে গিয়ে আমাদের গাড়ি বিলে পড়ে যায়। এ সময় চালক তারেকের মাথার ওপর গাড়িটি পড়ে।