জয়পুরহাটের আক্কেলপুরে কলেজ বাজার ছোট সেতু এলাকায় দলীয় কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে বিএনপির তিনটি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়
জয়পুরহাটের আক্কেলপুরে কলেজ বাজার ছোট সেতু এলাকায় দলীয় কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে বিএনপির তিনটি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়

আক্কেলপুরে ১৪৪ ধারা জারি, অন্যত্র গিয়ে কমিটি ঘোষণা বিএনপির একাংশের

জয়পুরহাটের আক্কেলপুর পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে তিনটি ওর্যাড কমিটি গঠনের কথা জানাচ্ছেন। ছবি-প্রথম আলো।

১৪৪ ধারা জারি থাকায় জয়পুরহাটের আক্কেলপুর পৌর বিএনপির একাংশের নেতা-কর্মীরা অন্য স্থানে গিয়ে তিনটি ওয়ার্ড কমিটি গঠন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা মাঠে ওই তিন ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয় বলে জানানো হয়।

বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের কারণে সম্মেলনের পূর্বনির্ধারিত স্থান রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এক কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল স্থানীয় প্রশাসন। ওই স্থান থেকে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার।
পরে বিকেল সাড়ে পাঁচটায় কলেজ বাজার ছোট সেতু এলাকায় পৌর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে পৌরসভার তিনটি ওয়ার্ড কমিটি গঠনের তথ্য জানান পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী বাদশা। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনসহ দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। তবে পৌর বিএনপির আরেক পক্ষের কোনো তৎপরতা দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, আক্কেলপুর পৌর বিএনপির একাংশ গতকাল বেলা তিনটায় রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার তিনটি ওয়ার্ড কমিটি গঠন করার ঘোষণা দিয়েছিল। দলের আরেক পক্ষের নেতা-কর্মীরা  এভাবে কমিটি গঠন দলেন গঠনতন্ত্রবিরোধী দাবি করে বিক্ষোভ সমাবেশ করেন। এ নিয়ে দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।  একই স্থানে পৌর বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে।

এ পরিপ্রেক্ষিতে রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এক কিলোমিটার এলাকাজুড়ে গতকাল বেলা ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
আক্কেলপুর পৌর বিএনপির আহ্বায়ক আলমগীর চৌধুরী কলেজ বাজার ছোট সেতু এলাকায় দলীয় কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি ওয়ার্ড কমিটি করতে চেয়েছিলাম। সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পরে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসায় গিয়ে কমিটিগুলো গঠন করেছি।’

আলমগীর চৌধুরী জানান, এক নম্বর ওয়ার্ডের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো. ছামছুল, সাংগঠনিক সম্পাদক আবদুল ওহাব। দুই নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল হাকিম, সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী। তিন নম্বর ওয়ার্ডের সভাপতি মোক্তাদুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা ও সাংগঠনিক সম্পাদক সাইফুল আকন্দ।

উপজেলা বিএনপির একাংশের নেতা আবদুল ওয়াহেদ প্রামাণিক বলেন, আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা মাঠে কোনো সম্মেলন হয়নি। দলীয় নেতা-কর্মীরাও সেখানে যাননি।  কমিটি হয়েছে বলে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। গোপনে ঘরে বসে কমিটি ঘোষণা করলে দলের নেতা–কর্মীরা তা মানবেন না।