জামালপুরে আ.লীগের সম্মেলন শুরু, দর্শকসারির বেশির ভাগ চেয়ার খালি

জামালপুর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে। কিন্তু মাঠের দর্শকসারির বেশির ভাগ চেয়ার খালি পড়ে আছে। সোমবার বেলা ২টা ৪০ মিনিটে
ছবি : প্রথম আলো

জামালপুর শহরের জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলছে। আজ সোমবার বেলা দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন শুরু হয়। কিন্তু সম্মেলনের আধা ঘণ্টা পর বেলা আড়াইটায় দেখা যায়, মাঠের দর্শকসারির বেশির ভাগ চেয়ার তখনো খালি পড়ে আছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে সম্মেলনস্থলে গিয়ে দেখা যায়, দলীয় প্রতীক নৌকার আদলে বড় আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে। আর মঞ্চের পশ্চিম পাশে সাংস্কৃতিক পরিবেশনার জন্য করা হয়েছে ছোট একটি মঞ্চ। সম্মেলনের মাঠের সব চেয়ার খালি পড়ে রয়েছে। সম্মেলনের শৃঙ্খলার দায়িত্বে থাকা নেতা-কর্মীরা হাঁটাহাঁটি করছেন। দুপুর ১২টার পর খণ্ড খণ্ড কয়টি মিছিল নিয়ে কিছু নেতা-কর্মী মাঠে প্রবেশ করেন। তবু বেলা দেড়টা পর্যন্ত মাঠের বেশির ভাগ চেয়ার খালি ছিল। এরপর বেলা দুইটায় সম্মেলন শুরু হয়। আড়াইটা পর্যন্ত নেতা-কর্মীরা সম্মেলনস্থলে ছিলেন না।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলীয় নেতা-কর্মীরা বলেন, প্রায় সাড়ে সাত বছর পর সম্মেলন হচ্ছে। সম্মেলনে আসা নেতা-কর্মীদের বেশির ভাগই সবুজ, লাল, হলুদসহ বিভিন্ন রঙের টি-শার্ট আর ক্যাপ পরে এসেছেন। মাঠে বসার জন্য ২৫ হাজার চেয়ার রাখা হয়েছে।

জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে পুরো শহর সেজেছে নতুন সাজে। সড়কগুলোয় নির্মাণ করা হয়েছে তোরণ। সবখানে শোভা পাচ্ছে ব্যানার-পোস্টার। রোববার দুপুরে

সম্মেলনে আসা স্থানীয় কয়েক নেতার সঙ্গে কথা হলে তাঁরা বলেন, সম্মেলনের আমেজ অনেকটাই কমে গেছে। হয়তো লোকসমাগমও কম হতে পারে। সাধারণ সম্পাদক পদে কে আসছেন, তা নিয়ে নানা জল্পনাকল্পনা চলছে। ফলে, অনেকে হয়তো ‘সেফ সাইডে’ থাকতে সম্মেলনে আসছেন না। তবে পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান বেলা দেড়টার দিকে বলেন, দুইটার দিকে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হবে। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসছেন। শুরুর আগেই চেয়ার ও মাঠ ভরে যাবে। আর কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসে রয়েছেন। তাঁরা এখনো মঞ্চে যাননি। তাঁরা গেলেই মাঠ ভরে যাবে।

সৈয়দ আতিকুর রহমান আরও বলেন, ২০১৫ সালের ২০ মে জামালপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়। সম্মেলনে মুহাম্মদ বাকী বিল্লাহ সভাপতি এবং ফারুক আহাম্মেদ চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর ১ বছর পর গঠিত হয় ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।

দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার, সদস্য মারুফা আক্তার ও সদস্য রেমন্ড আরেং।