সিলেটের ওসমানীনগর উপজেলায় মহাসড়কের পাশে পড়ে ছিল যুবকের লাশ ও মোটরসাইকেল। আজ রোববার দুপুরে উপজেলার তাজপুর সিলমানপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মোটরসাইকেলটি।
লাশ উদ্ধার হওয়া যুবকের নাম মো. রুহুল আমিন (৩০)। তিনি সিলেট নগরের সাগরদিঘীর পাড় এলাকার মৃত আবদুল সালামের ছেলে। পুলিশের ধারণা, কোনো গাড়ির ধাক্কায় মহাসড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবক রুহুল আমিন মারা গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানীনগরের তাজপুর সিলমানপুর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পরে সিলেটের ওসমানীনগর থানা-পুলিশ ও তামাবিল হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ উদ্ধার করে। এ সময় পাশেই পড়ে থাকা মোটরসাইকেলটি জব্দ করা হয়। ওই যুবক সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত যুবকের কাছে পাওয়া পরিচয়পত্রের সূত্র ধরেই তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। লাশ ও মোটরসাইকেলটি ওসমানীনগর থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।