বিতর্কিত জমির ওপর দিয়ে রাতের আঁধারে একটি রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাস্তা নির্মাণে সিটি করপোরেশনের নাম ব্যবহার করা হলেও কর্তৃপক্ষ বলছে এ ব্যাপারে তারা অবগত নয়। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরের নান্দুয়াইন এলাকায়। রাস্তা নির্মাণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে মো. কাইয়ুম মিয়া নামের অবসরপ্রাপ্ত এক সার্জেট গাজীপুরের সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আহত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল মামুন (৪০)। তিনি এমজিএইচ নামের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর আড়াইশপ্রসাদ মৌজার নান্দুয়াইন এলাকায় এমজিএইচ নামের একটি প্রতিষ্ঠানের কয়েক বিঘা জমি রয়েছে। ওই জমির মাঝখান দিয়ে গত সোমবার রাতের আঁধারে ইটের হেরিংবনের প্রায় ২০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের কাজ শুরু করে পার্শ্ববর্তী ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিমিটেড নামের একটি কারখানা। পরদিন মঙ্গলবার সকালে খবর পেয়ে এমজিএইচ গ্রুপের লোকজন ঘটনাস্থলে গিয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে। এ সময় দুই পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে তারা এমজিএইচ গ্রুপের নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালান। নিরাপত্তাকর্মী আব্দুল্লাহ আল মামুনকে তাঁরা মারধর করে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যান। দুই ঘণ্টা পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে।
খবর পেয়ে গাজীপুর সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ওই ঘটনায় এমজিএইচ গ্রুপের নিরাপত্তাকর্মী মো. কাইয়ুম মিয়া বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে রাস্তা নির্মাণের বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ওই এলাকায় আমাদের একটি রাস্তা নির্মাণের প্রক্রিয়াধীন থাকলেও আদালতের স্থগিত আদেশ থাকায় রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখা হয়েছে। সেখানে তারা কোনো কাজ করছে না।
এমজিএইচ গ্রুপের রেগুলেটরিবিষয়ক উপমহাব্যবস্থাপক মেজর (অব.) মোহাম্মদ আবু সুফিয়ান জানান, ১৪ বছর আগে ওই গ্রুপের এমডি আনিস আহমেদের স্ত্রী সুহানা লুৎফা আহমেদ ৩৪ বিঘা জমি ক্রয় করেন। এ জমির ওপর দিয়ে কোনো ধরনের রাস্তা ছিল না। ওই জমির অদূরে ম্যাকডোনাল্ড লিমিটেড কারখানার লোকজন আমাদের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করে। এ বিষয়ে এমজিএইচ গ্রুপের পক্ষ থেকে সুহানা লুৎফা আহমেদ উচ্চ আদালতে রিট পিটিশন করেন। কিন্তু উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও রাতের আঁধারে রাস্তা নির্মাণ করছিল। এখানে সিটি করপোরেশনের নাম ব্যবহার করে তাদের লোক দিয়ে কাজ করাচ্ছিল।
ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কারখানার ডিজিএম মোহাম্মদ ফরহাদ হোসাইন বলেন, সরকারি হালটে সিটি করপোরেশন রাস্তা নির্মাণ করছে। এতে আমাদের কিছু করার নেই। কিছুদিন কাজ বন্ধ ছিল, এখন তারা আবার কাজ শুরু করছে। সরকারি এ রাস্তাটি এমজিএইচ গ্রুপ দখল করে রেখেছে। হামলার সঙ্গে তাঁদের কোনো লোকজন জড়িত নন।
সিটি করপোরেশনের সালনা জোনের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ওই এলাকায় সিটি করপোরেশেন একটি রাস্তার টেন্ডার করেছিল। পরে আদালতে রিট পিটিশন দায়ের করা হলে রাস্তার কাজ বন্ধ রাখা হয়। এখন কারা কাজ করছে তা আমাদের জানা নেই। দুটি পক্ষ নিয়ে আমারা জেলা প্রশাসনের কার্যালয়ে বসে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এক ব্যক্তির জমির মাঝখান দিয়ে একটি রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তাটি সিটি করপোরেশন থেকে নির্মাণ করার কথা বলা হলেও আমারা সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা কোনো রাস্তা করছে না। সেখানে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।