বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সাভারের নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী শ্রাবণ গাজী (২০) হত্যার ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ৮৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার নিহত শ্রাবণ গাজীর বাবা মো. মান্নান গাজী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি করেন। গতকাল শুক্রবার রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত শ্রাবণ গাজী ঢাকা জেলার সাভার উপজেলার ডেইরি ফার্ম এলাকার বাসিন্দা।
মামলার এজহার সূত্রে জানা যায়, মামলার আসামিরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক তৌহিদুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন ও কর্মকর্তা নাহিদুর রহমান।
মামলার এজহারে থেকে আরও জানা যায়, ওই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৯–এর সাবেক সংসদ সদস্য মো. এনামুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান, ঢাকা-১৯–এর সদ্য সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম, সাভার উপজেলা চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম, সাভার পৌরসভার মেয়র আ. গণি, সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমান ও সেলিম মণ্ডলকে প্রত্যক্ষ ও পরোক্ষ হুকুমের আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের ১ দফা আন্দোলনের দিন সাভার নিউমার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে শ্রাবণ গাজীকে উল্লিখিত আসামিরাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা ও আওয়ামী অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করে। এ সময় শ্রাবণ গাজীর মাথার বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হলে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রাবণ গাজীকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এই হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে নিহত শ্রাবণ গাজীর বাবা মো. মান্নান গাজী জ্ঞাত ৮৫ জনসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।