সিলেটে আ.লীগের শোকদিবসের সভায় দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ি

স্লোগান দেওয়া নিয়ে দুইপক্ষের চেয়ার ছোড়াছুড়ি শুরু হলে সভাস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়
ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা আওয়ামী লীগের শোকদিবস উপলক্ষে আয়োজিত সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয়, স্থানীয় নেতাদের ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমায় ময়ূরকুঞ্জ কনভেনশন হলে এ ঘটনা ঘটে। এর আগে বিকেল চারটায় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শোকসভা শুরু হয়। সভায় যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

সভায় উপস্থিত আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, শোকসভা শুরুর পর সন্ধ্যার দিকে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আ স ম মিসবাহর সমর্থকেরা¯স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই নেতার সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে শোকসভাস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে কেন্দ্রীয় নেতারা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। এর কিছু সময় পর পরিস্থিতি শান্ত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, সভাস্থলে দুই পক্ষের মধ্যে সাময়িক উত্তেজনা হয়েছিল। পরে বিষয়টি সামাল দেওয়া হয়েছে। বিষয়টি তেমন কিছু না।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, সভাস্থলে মারামারির ঘটনা ঘটেনি। একটু উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। পরে দ্রুত পুলিশ পরিস্থিতি শান্ত করে।