পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের চর বিজয় এলাকায় এবং বিকেলে আন্ধারমানিক নদের মোহনায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ট্রলারে থাকা ৪০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর মহিপুরের আলীপুর মৎস্য বন্দর আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘এফবি মায়ের দোয়া-১’ ট্রলারটি পটুয়াখালীর লোহালিয়া এলাকার। এটি বঙ্গোপসাগরের চর বিজয় এলাকায় ১৫ জেলেসহ ডুবে যায়। ট্রলারটির সব জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
মহিপুর মৎস্য বন্দর আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ জানান, ‘এফবি বিসমিল্লাহ’ নামের একটি ট্রলার মঙ্গলবার বিকেলে আন্ধারমানিক নদের মোহনায় ডুবে যায়। ট্রলারটিতে ২৫ জন জেলে ছিলেন। অন্য আরেকটি মাছ ধরার ট্রলারের সাহায্যে জেলেদের সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলারটি কক্সবাজারের কুতুবদিয়া এলাকার বলে তিনি জানান।
এ ছাড়া ঝড়ের কবলে পড়ে আরও কয়েকটি মাছ ধরার ট্রলার সাগরের বিভিন্ন চরে আটকে আছে বলে জানা গেছে। ট্রলারগুলো সাগর হঠাৎ উত্তাল হয়ে ওঠায় নিরাপদ আশ্রয়ের জন্য তীরের দিকে ফিরছিল।