কুড়িগ্রাম সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল রহিম ওরফে রাজু (৪৮) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষক আবদুল রহিম উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া এলাকার বাসিন্দা। তিনি ধামশ্রেণি ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে আবদুল রহিম মোটরসাইকেল চালিয়ে কুড়িগ্রাম থেকে রংপুর যাচ্ছিলেন। মোটরসাইকেলটি কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ত্রিমোহনী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে আবদুল রহিমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে আবদুল রহিম মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন। এ সময় বালুবাহী একটি ট্রাক্টর আবদুল রহিমকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ট্রাক্টর কিংবা ওই মোটরসাইকেলের চালক কাউকেই আটক করা যায়নি।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহত ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।