পাঁচবিবিতে সড়কের পাশে ধানখেতে পড়ে ছিল ভ্যানচালকের হাত-পা বাঁধা লাশ

জয়পুরহাট জেলার মানচিত্র
জয়পুরহাট জেলার মানচিত্র

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়কের পাশে একটি ধানখেত থেকে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তরুণের নাম আরাফাত হোসেন (১৯)। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলার ইটা বাওনা গ্রামের মিনহাজুল ইসলামের ছেলে। ওই তরুণ ব্যাটারিচালিত ভ্যানের চালক ছিলেন। তাঁর ভ্যানটি পাওয়া যায়নি। পুলিশের ধারণা, চালককে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রোববার সকালে কৃষকেরা মাঠে ধানের জমিতে যাওয়ার সময় ধানখেতে হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণের মরদেহ দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য গৌড় চন্দ্র প্রধান বলেন, ভ্যানচালক ওই তরুণ গতকাল রাত ৯টার দিকে বাড়িতে কথা বলে জানিয়েছেন, তিনি আখ নিতে যাবেন। এ জন্য বাড়ি ফিরতে দেরি হবে। পরে আজ সকালে ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই তরুণের গলায় রশির ফাঁস দেওয়া এবং পেছনে হাত-পা বাঁধা ছিল। তিনি ব্যাটারিচালিত ভ্যানের চালক ছিলেন। তাঁর ভ্যানটি পাওয়া যায়নি। ভ্যানটি ছিনতাই করতে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা।