সিলেটে আজ সোমবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। এতে পথচারীদের ছাতা হাতে বের হতে দেখা যায়
সিলেটে আজ সোমবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। এতে পথচারীদের ছাতা হাতে বের হতে দেখা যায়

সিলেট জেলাজুড়ে হালকা বৃষ্টি, বাড়বে শীতের তীব্রতা

সিলেটে আজ সোমবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিলেটে এই বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও কিছুটা থাকবে।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬২ দিন পর জেলায় আজ সকাল ছয়টার পর বৃষ্টি হয়েছে। যদিও পরিমাণে তা খুব বেশি না। বৃষ্টির পরিমাণ এখনো জানা যায়নি। পৌষ মাসের মাঝামাঝি সময় হলেও সিলেটে এবার শীতের তীব্রতা কম। তবে আজকের বৃষ্টির পর শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আজ সকালে যে বৃষ্টি হয়েছে সেটির পূর্বাভাস ১০ দিন আগেই জানা গিয়েছিল। পুরো জেলাতেই হালকা বৃষ্টি হয়েছে। আগামীকাল মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটি জেলার সব জায়গায় হওয়ার সম্ভাবনা কম। এলাকাভেদে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শেষে শীতের তীব্রতা বাড়তে পারে।