বগুড়ায় চলন্ত ভ্যানের এক্সেল ভেঙে মহাসড়কে ছিটকে পরে ট্রাকচাপায় বাবা, শিশুকন্যাসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু উপজেলার দরগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেয়েকে বিদ্যালয়ে ভর্তি করাতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন, কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভাগ দুবড়া গ্রামের কৃষক ফারুক হোসেন আকন্দ (৩০), ফারুক হোসেনের ৯ বছরের শিশুকন্যা হুমায়রা এবং ভ্যানচালক কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের বুড়ইল গ্রামের শাহিনুর ইসলাম (৪২)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান প্রথম আলোকে বলেন, সকালে শিশুকন্যা হোমায়রাকে ভর্তি করে দিতে নিজ বাড়ি ভাগ দুবড়া থেকে ভ্যানে চড়ে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন ফারুক হোসেন। পথিমধ্যে দরগাহাট এলাকায় চলন্ত ভ্যানের পেছনের চাকার এক্সেল ভেঙে চালকসহ তিনজন সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক চাপা দেয়। আহত তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর প্রথমে চিকিৎসকেরা ফারুক হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক শাহিনুর এবং ফারুক হোসেনের শিশুকন্যা হোমায়রাও মারা যান। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে বগুড়ার গাবতলী উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেশমী খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটার দিকে গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেশমী খাতুন গাবতলী উপজেলার বালিয়াদিঘীর কালাইহাটা গ্রামের জোবায়ের হোসেনের স্ত্রী।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, স্ত্রী রেশমি খাতুনকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে সোনাতলার দিকে যাচ্ছিলেন জোবায়ের। পথিমধ্যে সুখানপুকুর এলাকায় অসাবধানতাবশত স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় গাবতলীগামী বালুবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।