গাজীপুর সিটি নির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আজমত উল্লা

আজমত উল্লা খান
আজমত উল্লা খান

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন আজমত উল্লা খান। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি। আজ শনিবার দুপুরে মনোনয়ন ঘোষণার গাজীপুরের টঙ্গীতে তাঁর বাড়ির সামনে শত শত নেতা-কর্মীরা জড়ো হয়ে শুভেচ্ছা জানান।

দলীয় মনোনয়নের বিষয়ে আজ দুপুরে মুঠোফোনে আজমত উল্লা খান বলেন, দল তাঁকে মনোনয়ন দিয়েছে, এখন গাজীপুরের সব দলীয় নেতা-কর্মীদের নিয়ে এক সঙ্গে কাজ করবেন। আশা করছেন, সবাই তাঁর সঙ্গে থাকবেন।

আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আজমত উল্লা খানকে গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দুপুরে পর ঢাকায় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গত বুধবার দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গাজীপুর সিটির আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতা মেয়র পদে নৌকা প্রতীক পেতে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছিলেন। অন্য ১৬ জন হলেন মহানগরের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, সাবেক সহসভাপতি ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মণ্ডল, কাউন্সিলর আবদুল আলীম মোল্লা, আশরাফুজ্জামান সেলিম, রিয়াজ মাহমুদ আয়নাল, আজহারুল ইসলাম, মেজবাহ উদ্দিন সরকার, এস এম আশরাফুল আলম, আবদুল কাদের, হারুন-অর রশিদ ও রুহুল আমিন মণ্ডল।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে। আগামী ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।