সিলেট-তামাবিল মহাসড়কে পুলিশের চেকপোস্ট বসেছিল। তা দেখতে পেয়ে হঠাৎ একটি ট্রাকের চালক গাড়ি সড়কের পাশে দাঁড় করান। এরপর চালকসহ আরেক ব্যক্তি ওই ট্রাক থেকে বের হয়ে দৌড় দেন। পুলিশ তৎক্ষণাৎ কাছে গিয়ে চোরাচালানে আসা ট্রাকভর্তি ভারতীয় চিনির বস্তার সন্ধান পায়।
আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে সিলেট সদর উপজেলার খাদিমনগর বিসিক শিল্পনগরী এলাকাসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ট্রাক ও চিনি জব্দ করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাত পৌনে নয়টার দিকে পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রাক থেকে মোট ১০৫ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এসব বস্তায় চিনি আছে ৫ হাজার ১৪৫ কেজি। এই চিনির আনুমানিক মূল্য ৬ লাখ ১৭ হাজার ৪০০ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরের শাহপরান (রহ.) থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্যের তদারকিতে ও উপপরিদর্শক (এসআই) জয়ন্ত চন্দ্রের নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসায়। তারা দায়িত্ব পালনকালে ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা হাইড্রোলিক ট্রাকটি হলুদ ও নীল রঙের। এর সামনে সংযুক্ত একটি নম্বরপ্লেটে ‘সিলেট মেট্রো-১১-০১৫৯’ লেখা আছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ট্রাকে ত্রিপল দিয়ে চিনির বস্তাগুলো ঢাকা ছিল। একেকটি বস্তায় ৪৯ কেজি চিনি ছিল। বেলা ১টা ৪০ মিনিটের দিকে চিনি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।