সরকারি বিভিন্ন প্রকল্পের ৮৩ বস্তা চাল আত্মসাৎ করার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল সোমবার মামলাটি রেকর্ড করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আজগর হোসেন। আজ মঙ্গলবার দুপুরে দুদক চাঁদপুর কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়।
ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু (৬০), ইউপি সদস্য আমির মুন্সি (৫০), ইউনিয়নের বাসিন্দা আবুল খায়ের (৬০) ও মো. জাহাঙ্গীর হোসেনের (৫৫) বিরুদ্ধে কমিশনের অনুমোদনক্রমে ৮ জুলাই দুর্নীতি দমন কমিশন একটি মামলা করে।
দুদক জেলা কার্যালয় থেকে দেওয়া তথ্যে জানা গেছে, জেলার হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত খাদ্যশস্য (চাল) বিভিন্ন সময়ে হাজীগঞ্জ সরকারি খাদ্যগুদাম থেকে ডিও লেটারের মাধ্যমে উত্তোলন করে সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রাখে। পরস্পরের সহযোগিতায় ৮৩ বস্তা সরকারি চাল (২ হাজার ৪৬০ কেজি) আত্মসাৎ করেন তাঁরা। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৩০০ টাকা।
এর আগে ২৪ জুন সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত যৌথভাবে ইউনিয়নের দেশগাঁও গ্রামের মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান চালান। অভিযানে ওই বাড়ির আবদুল মমিনের বসতঘর থেকে সরকারি ২২ বস্তা চাল, ৮টি খালি চালের বস্তা এবং জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে সরকারি ৬১ বস্তা চাল উদ্ধার করা হয়।