চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বৃষ্টি প্রার্থনা করে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় স্থানীয় নিউ হোস্টেল মাঠে এই বিশেষ নামাজ আদায় করে দোয়া করেন মুসল্লিরা।
মতলব দক্ষিণ উপজেলা ইমাম-ওলামা ঐক্য পরিষদ ও সম্মিলিত ওলামা মাশায়েখের উদ্যোগে এবং মতলব পৌরসভার সহযোগিতায় এই বিশেষ নামাজের আয়োজন করা হয়। এতে উপজেলা সদর, নবকলস, কলাদী, বোয়ালিয়া, বাইশপুর ও চরমুকুন্দিসহ বিভিন্ন এলাকার হাজারের বেশি মানুষ অংশ নেন।
নামাজে ইমামতি করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব গোলাম সারোয়ার ফরিদী। তিনি বলেন, অনেক দিন ধরে এলাকায় বৃষ্টি নেই। তীব্র গরমে হাঁসফাঁস করছেন লোকজন। নষ্ট হচ্ছে ফসল। জনজীবন অচলপ্রায়। সে জন্য রহমতের বৃষ্টি চেয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আজ দুই রাকাত বিশেষ ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
কলাদী এলাকার বাসিন্দা মোশারেফ হোসেন ও জাহাঙ্গীর আলম জানান, কোথাও বৃষ্টি নেই। গরমে প্রাণ ওষ্ঠাগত। এ জন্য রহমতের বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে দোয়া করেছেন তাঁরা।
মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন বলেন, মহান আল্লাহু তাআলার রহমতের বৃষ্টির জন্য এই নামাজের আয়োজন করা হয়। স্থানীয় লোকজন ও মুসল্লিরা কেঁদে কেঁদে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন।