সুনামগঞ্জে সাংবাদিকের ওপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সরমঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে (জুয়েল) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক সিবেন্দ্র দাস জামিন নামঞ্জুরের তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৪ সেপ্টেম্বর দিরাই পৌর শহরের আরামবাগ এলাকায় ভোরের কাগজ–এর উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন ও তাঁর ভাই হামলার শিকার হন। ওই এলাকায় জাকারিয়া ও ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পাশাপাশি বসবাস করেন। দুই পক্ষের গ্রামের বাড়ি সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে। তাঁরা একে অপরের আত্মীয়। ওই দিনের হামলায় জাকারিয়া ও তাঁর ভাই আহত হন। এরপর জাকারিয়া বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে দিরাই থানায় একটি মামলা করেন। এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন মোয়াজ্জেম।

সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (দিরাই) হাজির হয়ে জামিনের আবেদন করেন মোয়াজ্জেম হোসেন। আদালতের বিচারক ইসরাত জাহান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।