বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) আজিজুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাদী দীর্ঘদিন ধরে আদালতে উপস্থিত না হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনে বিএনপির এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বক্তব্য দেন তারেক রহমান। দেশের একটি জাতীয় পত্রিকায় সেই সংবাদ পড়ে ক্ষুব্ধ হন নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বিশ্বাস। পরে তারেক রহমানের ওই বক্তব্যে বঙ্গবন্ধুর সম্মানহানি হয়েছে দাবি করে তিনি নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মানহানির অভিযোগে একটি মামলা করেন।
এদিকে তারেক রহমানের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ হওয়ায় আনন্দমিছিল করেছে নড়াইল জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তা থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদালত সড়কে এসে শেষ হয়।
মিছিলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।