সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান বলেছেন, ‘নেত্রকোনায় কেউ আর ভিক্ষুক বা গৃহহীন থাকবে না। মুজিব বর্ষে এটা আমাদের অঙ্গীকার।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ করোনা ও বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা যাতে সঠিক ব্যক্তি পান, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। ভাতা পাইয়ে দেওয়ার নাম করে যাতে কেউ কারও কাছ থেকে কোনো রকম টাকা বা সুবিধা নিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, ‘যদি এ রকম হয়, তাহলে সরাসরি আমাকে জানাবেন। কাছে না পেলেও আমাকে ফোনে জানাবেন। আমার ফোন সব সময় খোলা থাকে। সঙ্গে সঙ্গে ফোন ধরতে না পারলেও পরে জেনে নিই।’
জেলা প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সভাপতি (পদাধিকার বলে) মঈনউল ইসলামের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হান্নান, বাসসের প্রতিনিধি এম ফকরুল হক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আলাল উদ্দিন প্রমুখ।