৩১ কেজির বাগাড় হাজার টাকা কেজি দরে বিক্রি

লালপুর বাজারে মাছের আড়তে বৃহস্পতিবার বিকেলে ৩১ কেজি ওজনের বাগাড়টি আনা হয়
 ছবি: প্রথম আলো

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদী থেকে ৩১ কেজি ওজনের একটি বাগাড় ধরা পড়েছে। পরে মাছটি গতকাল বৃহস্পতিবার বিকেলে হাজার টাকা কেজি দরে খুচরা বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে লালপুর উপজেলার রাইটার ঘাট এলাকায় পদ্মা নদীতে স্থানীয় জেলে সোহেল রানার জালে বড় একটি বাগাড় ধরা পড়ে। মাছটি ওজন দিয়ে দেখা যায় ৩১ কেজি। মাছটি বিক্রির জন্য লালপুর বাজারে আনা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। সোহেল রানা মাছটি স্থানীয় আড়তদার ফুরকান আলীর কাছে ২৭ হাজার টাকায় বিক্রি করেন।

বাগাড়টি বিক্রির জন্য লালপুর বাজারে নেওয়া হচ্ছে

লালপুর মাছবাজারের আড়তদার ফুরকান আলী বলেন, ৮৬৫ টাকা কেজি দরে তিনি মাছটি কিনে নেন। পরে বিকেলে তিনি মাছটি নাটোরের কাদিরাবাদ সেনানিবাস এলাকায় খুচরা প্রতি কেজি ১ হাজার ৫০ টাকায় বিক্রি করেন।