বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন একটি গ্রাম থেকে ২২ কেজি হরিণের মাংসসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বন বিভাগ। রোববার রাতে উপজেলার দাসের বারানি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বন বিভাগ বলছে, ওই যুবক চোরা শিকারি।
গ্রেপ্তার ওই যুবকের নাম মিলন মোড়ল (৩৫)। তিনি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার দেউলি গ্রামের বাসিন্দা। মিলন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়িতে থাকতেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে দাসের বারানি এলাকা থেকে ২০ কেজি হরিণের মাংসসহ মিলনকে আটক করা হয়। পরে বন আইনে মামলা করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।