জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২০–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২০ মার্চ (শনিবার) বেলা ৩টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সারা দেশ থেকে চিত্রাঙ্কনে ৮৫০ জন এবং রচনা প্রতিযোগিতায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করে।
গত মঙ্গলবার দুপুরে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে প্রথম স্থান অর্জনকারীদের ‘ত্বকী পদক’ প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য বিশেষ ক্রেস্ট, বই ও সনদ প্রদান করা হবে। সেরা ১০ জন প্রতিযোগীও ক্রেস্ট, বই ও সনদ পাবে। এ ছাড়া প্রতিটি বিভাগের সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হবে একটি স্মারক। যার নাম হবে ‘ত্বকী’।
রচনা প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ‘ঘরে থাকি সুস্থ থাকি’ বিষয়ে রচনা লিখে প্রথম হয়েছে আরণ্যক পাল প্রাচুর্য (রংপুর)। ঢাকার মিনহাজ আবেদীন দ্বিতীয় ও নারায়ণগঞ্জের দেবশ্রিতা পাল তৃতীয় হয়। এই বিভাগের সেরা দশের অন্যরা হলো মীর ফারদীন রহমান (ঢাকা), মাহমুদুল আমিন (চাঁদপুর), শাফিন ইতমাম মিঞা (ঢাকা), আনিশা সান্তনি (নারায়ণগঞ্জ), ফারবিন ফাইজা (ঝিনাইদহ), রিয়াদুল ইসলাম (চট্টগ্রাম), অধরা বণিক জয় (বরিশাল)।
‘খ’ বিভাগে ‘করোনাকালের দিনগুলি’ শিরোনামে রচনায় প্রথম হয়েছে অয়ন চক্রবর্তী (বরিশাল)। ফারিহা আফরিন (ঢাকা) দ্বিতীয় ও মৈত্রী অরন্ধিতী (খুলনা) তৃতীয় হয়েছে। সেরা দশের বাকিরা হলো মুবাশ্বিরা সানজিদা সিলভী (পঞ্চগড়), জান্নাতুল তাবাসসুম (ঢাকা), রাইমা রাইয়ান (লালমনিরহাট), খাদিজাতুল কোবরা (রংপুর), সামিয়া হোসেন (রাজশাহী), মোহাম্মদ তাজরিয়ান চৌধুরী (চট্টগ্রাম) ও নুসরাত জাহান (ঢাকা)।
‘গ’ বিভাগে ‘ত্বকীকে নিয়ে রচনা’য় প্রথম হয়ে ‘ত্বকী পদক’ পেয়েছে যশোরের শোয়েব হাসনাত। দ্বিতীয় উম্মে জুবাইদা আইভি (ঢাকা) ও তৃতীয় হয়েছে সুহৃদ সাদিক (কুষ্টিয়া)। সেরা দশে আছে জুবায়ের শাওন (বগুড়া), সাবিলা সুহাইল (ঢাকা), ফখরুল ইসলাম (ঢাকা), তাসনীম তিশা (বরিশাল), উম্মে হাবিবা (মুন্সিগঞ্জ), সৌরভ কুমার শীল (চট্টগ্রাম), ফাহাদ হোসেন ফাহিম (নারায়ণগঞ্জ)।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয়েছে মহামতি (নারায়ণগঞ্জ), দ্বিতীয় ইরফান আহমেদ (ঢাকা), তৃতীয় মো. হামিম (নারায়ণগঞ্জ)। সেরা দশে আছে মো. সামিম (নারায়ণগঞ্জ), মানহা রহমান (ঢাকা), ওয়াফিয়া নূর পিহু (নারায়ণগঞ্জ), মো. ইকরামুজ্জামান রাহিম (নারায়ণগঞ্জ), তাসনিয়া সিদ্দিক (ঢাকা), আওসাফ বিন ইব্রাহিম (নারায়ণগঞ্জ) ও রণবিজয় ধর স্বর্গ (নারায়ণগঞ্জ)।
‘খ’ বিভাগে প্রথম হয়েছে ফাইরুজ বারি মালিহা (রংপুর), দ্বিতীয় মিথিলা ভৌমিক (ঢাকা) ও তৃতীয় তৃয়াশা সরকার (ঢাকা)। সেরা দশে আছে মোস্তাফিজুর রহমান মল্লিক (নারায়ণগঞ্জ), সুয়েত আহমেদ (মুন্সিগঞ্জ), ইশমাম আহমেদ (ঢাকা), শ্রেয়সী সাহা (নারায়ণগঞ্জ), আসিফা হাসনাইন (ঢাকা), আমিনুল মোমিনীন (ঢাকা), অংকন সাহা (নারায়ণগঞ্জ)।
‘গ’ বিভাগে প্রথম হয়েছে ঈশান দেবনাথ (নারায়ণগঞ্জ), দ্বিতীয় হয়েছে অমর্ত্য বণিক (লালমনিরহাট), তৃতীয় মোছাদ্দিকা নওরিন (বগুড়া)। সেরা দশের বাকিরা হলো রাফিয়া আনান পুষ্পিতা (রংপুর), আদ্রিতা চৌধুরী (রংপুর), নোশিন তাবাস্মুম (রংপুর), সৌম্যজ্যোতি সরকার (রংপুর), ফারিনা সাইদ (নারায়ণগঞ্জ), মুনতাকা ইসলাম (ঢাকা), নুরুল আফতাব (নারায়ণগঞ্জ)।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ সূত্রে জানা গেছে, রচনা প্রতিযোগিতায় বিচারকার্য পরিচালনা করেছেন হায়াৎ মামুদ, সফিউদ্দিন আহমদ ও ফিরোজ আহমেদ। চিত্রাঙ্কনে বিচারকের দায়িত্ব পালন করেন রফিকুন নবী, জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।