মুন্সিগঞ্জে ১০ বছর পর বিএনপির তিনটি উপজেলা ও একটি পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এগুলো হলো মুন্সিগঞ্জ সদর, গজারিয়া, টঙ্গিবাড়ী উপজেলা ও মুন্সিগঞ্জ পৌরসভা।
গতকাল শনিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক আবদুল হাই ও সদস্যসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সদর উপজেলায় জেলা বিএনপির আহ্বায়ক আবদুল হাইয়ের ছোট ভাই মহিউদ্দিন আহমদকে আহ্বায়ক ও মো. মনিরুজ্জামানকে সদস্যসচিব করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
টঙ্গিবাড়ীতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আসগরকে আহ্বায়ক, আমির হোসেনকে সদস্যসচিব করে ৪৭ সদস্যবিশিষ্ট কমিটি এবং গজারিয়ায় সৈয়দ সিদ্দিক উল্লাহকে আহ্বায়ক ও আবদুর রহমানকে সদস্যসচিব করে ৩৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া মুন্সিগঞ্জ পৌরসভায় এ কে এম ইরাদত হোসেনকে আহ্বায়ক ও মাহবুর আলমকে সদস্যসচিব কমিটি গঠন করা হয়েছে ৪২ সদস্যবিশিষ্ট।
উপজেলা ও পৌরসভার কয়েকজন নেতা-কর্মী বলেন, দল দীর্ঘদিন ক্ষমতার বাইরে। অসংখ্য নেতা-কর্মী বিভিন্ন মামলায় জর্জরিত। এর মধ্যেই এক দশক আগের পুরোনো কমিটি দিয়েই চলছিল দলের কাজ। সব মিলিয়ে দলীয় কার্যক্রম গতিহীন হয়ে পড়ে। নতুন কমিটি হওয়ায়, অনেক তরুণ উদীয়মান দলে জায়গা পাবেন। আন্দোলন–সংগ্রামে গতি ফিরবে।
জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান বলেন, সামনে জাতীয় নির্বাচন। দলকে সুসংগঠিত করতে, কর্মীদের মনোভাব চাঙা করতে, তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন এই চারটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হবে।