লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত নয়টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ওই দিন বিকেলে উপজেলার দিঘিরহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম হজরত আলী (২০)। তিনি উপজেলার কাসাইটারী গ্রামের আমিনুর রহমানের ছেলে। তিনি হাতীবান্ধা সরকারি আলিমুদিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেলের দিকে হজরত আলীসহ তিনজন একটি মোটরসাইকেলে করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতীবান্ধা উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন।
এ সময় তাঁরা বুড়িমারী স্থলবন্দর ছেড়ে এলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী রাস্তায় ছিটকে পড়লে হজরত আলী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শে হজরত আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটির চালককে আটক করা হয়েছে।