সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদে রাজধানী ঢাকার হাতিরঝিলের আদলে একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
আজ মঙ্গলবার অধিদপ্তরের জগন্নাথপুর কার্যালয়ের উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, পৌর এলাকার যানজট কমাতে খাদ্যগুদাম এলাকায় সরো সেতু ভেঙে হাতিরঝিলের আদলে আর্চ সেতু নির্মাণের প্রাক্কলন অনুমোদন করা হয় গতকাল সোমবার। অনুমোদিত প্রাক্কলনে সেতুটি হবে ৬০ মিটার দৈর্ঘ্য ও ১১ দশমিক ২৫ মিটার প্রস্থের। সেতুর দুই পাশে ফুটপাত থাকবে। রাতে সেতু ও সেতুর আশপাশের এলাকা আলোকিত করে রাখতে বিশেষ লাইটিং থাকবে। রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতুটি নির্মিত হবে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, সেতুটি বাস্তবায়িত হলে শহরের যানজট নিরসনের পাশাপাশি পৌর শহরের সৌন্দর্য বাড়াবে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেতুটি জেলা শহর সুনামগঞ্জ ও বিভাগীয় শহরে যাতায়াতে ব্যবহৃত হবে। এতে নাগরিকেরা উপকৃত হবেন।
সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম প্রথম আলোকে বলেন, প্রকল্পটি গত বছরের ২৩ নভেম্বর একনেকে অনুমোদন পায়। গতকাল প্রাক্কলন অনুমোদন হয়। আগামী এক মাসের মধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে কাজ শুরু করা যাবে বলে তিনি আশাবাদী।