হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. আবদুল মান্নান খান ওরফে বাচ্চু মিছিল নিয়ে আজ রোববার বেলা ১১টার দিকে হাজীগঞ্জ পূর্ব বাজার থেকে গণসংযোগে নামেন। তিনি হাজীগঞ্জ বাজারের দক্ষিণাংশ দিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ শুরু করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ তাঁর।
মো. আবদুল মান্নান খান দাবি করেন, পুলিশের বাধার কারণে বাজারের প্রধান সড়কের উত্তর পাশে তিনি আর নির্বাচনী প্রচারণা চালাতে পারেননি। তবে পরে তিনি তাঁর সমর্থকদের নিয়ে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোড দিয়ে নিজের বাড়ি ফিরে যান। সেখানে বাড়ির আঙিনায় সংক্ষিপ্ত পথসভা করে নির্বাচনী প্রচারণা শেষ করেন।
মেয়র প্রার্থী মো. আবদুল মান্নান খান বলেন, ‘আমি আমার কর্মীদের নিয়ে শান্তিপূর্ণভাবে বাজারে নির্বাচনী প্রচারণা শুরু করি। কিন্তু পুলিশ মাঝপথে প্রচারণা থামিয়ে দেয়। এর ফলে আমরা আর প্রচারণা চালাতে পারিনি।’
কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য মমিনুল হকের ভাষ্য, নির্বাচনী দিকনির্দেশনা মেনে দলীয় প্রার্থী প্রচারণা চালাচ্ছিলেন। এতে কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি। তবুও পুলিশ বাধা দেয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘আমরা কাউকে প্রচারণায় বাধা দিইনি। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সড়কে যানজট সৃষ্টি করায় আমরা প্রচারণার কাজ প্রধান সড়ক থেকে চলে গিয়ে করতে বলি। তাঁরা সেখান থেকে সরে যান।’