নাটোরের লালপুর থানার হাজতে আটক মাদক মামলার দুই আসামিকে সরবরাহ করা পাউরুটির মধ্যে পাঁচ পুরিয়া হেরোইন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তাঁদের দুই বন্ধুকে আটক করা হয়েছে। আটক চারজনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
লালপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পুলিশ উপজেলার রামকৃষ্ণপুর চিনিবটতলা গ্রামের সোহান ইসলাম (২৩) ও টিয়ারুল ইসলামকে (২২) ১৫ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করে। তাঁদের থানা-হাজতে বন্দী রাখা হয়। ওই রাতেই বন্দীদের খাবার দিতে যান তাঁদের দুই বন্ধু। দুই বন্ধুর সরবরাহ করা পাউরুটি ও কলা পরীক্ষা করা হয়। পাউরুটির মধ্যে পাঁচ পুরিয়া হেরোইন পাওয়া যায়। সঙ্গে সঙ্গে দুই বন্ধুকেও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার বন্ধুরা হচ্ছে রামকৃষ্ণপুর গ্রামের মোখলেছুর রহমান (২৮) ও নজরুল ইসলাম (২৩)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, প্রথমে আটক হওয়া সোহান ইসলাম ও টিয়ারুল ইসলাম মাদকাসক্ত। তাঁদের হেফাজত থেকে ১৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তাঁদের দুই বন্ধু মোখলেছুর রহমান ও নজরুল ইসলাম কৌশলে পাউরুটির মধ্যে পাঁচ পুরিয়া হেরোইন সরবরাহ করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশের নজরদারিতে তাঁদের চেষ্টা ব্যর্থ হয়েছে। হেরোইন সরবরাহের দায়ে তাঁদেরও আটক করে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি মো. ফজলুর রহমান জানান, শনিবার দুপুরে চারজনকেই নাটোরের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।