ঢাকার কেরানীগঞ্জে হাঁসের খামারে হানা দিয়েছিল একটি মেছো বাঘ। এলাকাবাসী টের পেয়ে মেছো বাঘটিকে আটক করেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উত্তর কাঁঠালতলী গ্রামে ঘটে এ ঘটনা।
আজ মঙ্গলবার সকালে মেছো বাঘটি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বিকেলে বাঘটি জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।
হাঁসের খামারটির মালিক হোসেন আলী। তিনি বলেন, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর খামারের হাঁসগুলো ডানা ঝাপটিয়ে শোরগোল শুরু করে। এতে তিনি ঘুম থেকে জেগে টর্চলাইট নিয়ে যান। তিনি খামারের কাছে প্রাণীটিকে দাঁড়িয়ে থাকতে দেখেন।
এলাকাবাসী বাঘটি ধরে না মেরে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ জন্য তাঁদের ধন্যবাদ।জহিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কেরানীগঞ্জ, ঢাকা
হোসেন আলী বলেন, ‘এ সময় আমি ও আমার বাড়ির লোকজন বাঘ, বাঘ বলে চিৎকার করি। তখন গ্রামের লোকজন এসে মেছো বাঘটি ধরে ফেলেন। পরদিন ভোরে সংবাদ দিলে উপজেলা প্রশাসনের লোকজন এসে বাঘটি খাঁচায় বন্দী করে নিয়ে যান।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, `মেছো বাঘটির বয়স আনুমানিক দুই বছর। এলাকাবাসী বাঘটি ধরে না মেরে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এ জন্য তাঁদের ধন্যবাদ। মেছো বাঘটি বিকেলে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’
জহিরুল আরও বলেন, কোনো বন্য প্রাণী সঙ্গী ছাড়া একা চলাফেরা করতে পারে না। তাই মেছো বাঘটির সঙ্গী আশপাশের এলাকায় লুকিয়ে থাকতে পারে। সে জন্য এলাকাবাসীকে সতর্ক থাকতে হবে।