মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ-হরিরামপুর সড়কে কৌড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকার মামুন মিয়া (২৫) ও সদর উপজেলার পূর্ব বেতিলা গ্রামের সবুজ মিয়া (২৪)। একই ঘটনায় আহত হয়েছেন হরিরামপুর উপজেলার পাড়াগ্রাম বিজয়নগর এলাকার কার্তিক সরকার (২৭) ও সঞ্জয় সরকার (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে পেশাগত কাজ শেষে একটি মোটরসাইকেলে মানিকগঞ্জে ফিরছিলেন মামুন ও সবুজ। তাঁদের মোটরসাইকেলটি কৌড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক ও আরোহীসহ চারজনই আহত হন। পরে তাঁদের উদ্ধার করে জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মামুন ও সবুজকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের মধ্যে কার্তিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সঞ্জয়কে জেলা সদরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহতের খবর পেয়েছি। হাসপাতালে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’