হবিগঞ্জে ১৭ হাজার মানুষ দ্বিতীয় ডোজ নেওয়ার আগেই টিকার মজুত শেষ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা
ছবি: রয়টার্স

হবিগঞ্জে করোনাভাইরাসের টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় আজ সোমবার দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম স্থগিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। যদিও প্রথম ডোজ নেওয়ার পর এখনো জেলার ১৭ হাজার ৭৯১ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করতে পারেননি।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলায় করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন ৫৭ হাজার ৬৬৮ জন। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৯ হাজার ৮৭৭ জন। সে হিসাবে ১৭ হাজার ৭৯১ জনের দ্বিতীয় ডোজ গ্রহণ বাকি থাকলেও মজুত শেষ হয়ে যাওয়ায় কার্যক্রম স্থগিত করেছে স্বাস্থ্য বিভাগ।

আজ সোমবার অনেকের দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার নির্ধারিত দিন থাকলেও টিকা নিতে তাঁদের স্বাস্থ্য বিভাগ থেকে কোনো ধরনের খুদেবার্তা পাঠানো হয়নি। আজ সোমবার সকালে অনেকেই নির্ধারিত দিন অনুযায়ী হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে টিকা নিতে আসেন। সেখানে তাঁরা জানতে পারেন, টিকার মজুত শেষ হয়ে গেছে। এ কারণে অনেকে হতাশ হয়ে বাড়ি ফেরেন। জেলার অন্য সাতটি টিকাকেন্দ্রের অবস্থাও ছিল একই রকম।

ডেপুটি সিভিল সার্জন মুখলেছুর রহমান বলেন, মজুত শেষ হয়ে যাওয়ায় এ জেলার ১৭ হাজার ৭৯১ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী নির্দেশনা ও টিকাপ্রাপ্তি সাপেক্ষে আবার টিকাদান কার্যক্রম শুরু করা হবে।