হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আহত আরও এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তির তথ্য–খাতায় ওই তরুণের নাম–পরিচয় লিপিবদ্ধ করা হয়নি। তাঁর বয়স আনুমানিক ১৮ বছর।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক সুকান্ত বলেন, গতকাল শুক্রবার দিনগত রাত পৌনে তিনটার দিকে আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, নিহত তরুণের নাম–পরিচয় জানার চেষ্টা চলছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি এলাকায় ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাককে ধাওয়া করে হাইওয়ে পুলিশ। ট্রাকটি দ্রুতগতিতে পালানোর সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী আশিক পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। একই সময়ে পেছনে থাকা শ্যামলী পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা–পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন। এরপর ২০ যাত্রীকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।