সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর সার্জেন্ট নিহত

দুর্ঘটনা–কবলিত কাভার্ড ভ্যান
ছবি: প্রথম আলো

ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবুল বাসার (৩৬) নামের বিমানবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ধূলদি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল বাসার সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাতরা গ্রামের আবদুল আজিজ সর্দারের ছেলে। তিন সন্তানের জনক তিনি। ঢাকায় বিমানবাহিনীর প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে যশোর বিমানবন্দরে বদলি করা হয়। ছোট আকারের একটি কাভার্ড ভ্যানে বাড়ির জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

করিমপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস বলেন, ধারণা করা হচ্ছে, কাভার্ড ভ্যানটি পেছন থেকে সামনের একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে সার্জেন্ট আবুল বাসার ঘটনাস্থলেই মারা যান।

কংকন কুমার বিশ্বাস আরও বলেন, ‘আমরা ওই সার্জেন্টকে মৃত অবস্থায় গাড়ির বাঁ পাশের আসনে বসা অবস্থায় পাই। লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন।’