স্বাভাবিক প্রসবে নারী ও চিকিৎসকদের উৎসাহিত করতে গাছের চারা ও ফুল উপহার দেওয়া হবে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জসিমউদ্দিন আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ নির্দেশ দেন।
সকালে বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের জিওবি আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাল্য বিয়ে প্রসঙ্গে ডিসি বলেন, কাজীদের কার্যক্রমে স্বচ্ছতা থাকতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট করা বিষয়ে তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে অনেক রোহিঙ্গা পাসপোর্ট করে বিদেশ পারি জমিয়েছেন। তাদের পাসপোর্ট করতে যারা সহযোগিতা করেছেন তাদের এর ফল ভোগ করতে হবে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ রশিদ। উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আফিফা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কাদের, জেলা তথ্য অফিসার সিরাউদৌলা খান, বন্দর প্রেসক্লাবের সহসভাপতি মো. কবির হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ প্রমুখ।