পিরোজপুরের নেছরাবাদ উপজেলায় স্ত্রীকে উত্ত্যক্ত করায় মামলা করেছিলেন মো. হাসান (৩২) নামের এক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে মামলার আসামি মো. সারোয়ার তাঁর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে হাসানের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাতটার দিকে উপজেলার গগন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসান ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে। অভিযুক্ত মো. সরোয়ার একই গ্রামের আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাসানের স্ত্রীকে প্রতিবেশী সরোয়ারের ভাই সাঈদুর বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। এ ঘটনায় মো. হাসান বাদী হয়ে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাঈদুর ও সরোয়ারের বিরুদ্ধে মামলা করেন। গতকাল শুক্রবার আদালত থেকে মামলার নোটিশ পান তাঁরা।
আজ সকাল ৭টার দিকে হাসান বাড়ির পাশের একটি সাঁকো পার হয়ে কাজে যাচ্ছিলেন হাসান। এ সময় সরোয়ার পেছন থেকে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। পরিবারের সদস্যরা গুরুতর আহত হাসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসানের চাচা মো. শাহিন বলেন, ‘মাথায় লাঠির আঘাতে হাসান পানিতে পড়ে অচেতন হয়ে যায়। আমরা ট্রলারে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে হাসানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।