তাপমাত্রা বাড়লেও দুর্ভোগ কমেনি নীলফামারীর সৈয়দপুর অঞ্চলে। আজ মঙ্গলবার সকাল থেকে চারটি উড়োজাহাজ আকাশে ওড়ার সময় গুনছে। ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) কম থাকায় ওই উড়োজাহাজগুলো বেলা একটা পর্যন্ত আকাশে ডানা মেলতে পারেনি।
সৈয়দপুর আবহাওয়া অফিস জানায়, আজ এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর গত রোববার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সৈয়দপুর তথা উত্তরাঞ্চলে। এ কারণে কনকনে শীতে এলাকার লোকজন সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।
এদিকে আজ ঘনকুয়াশার কারণে ভিজিবিলিটি কমে এসেছে ৫০০ থেকে ৭০০ মিটারে। উড়োজাহাজ ওঠানামায় ১ হাজার ৮০০ মিটার ভিজিবিলিটি প্রয়োজন। সৈয়দপুর বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনস ও নভোএয়ারের চারটি ফ্লাইট উড্ডয়নে বিঘ্ন ঘটে। আকাশ পরিষ্কার না হওয়া পর্যন্ত বিমান চলাচল স্বাভাবিক হবে না বলে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপলব কুমার ঘোষ জানান। তিনি বলেন, উড়োজাহাজ চলাচল বিঘ্ন ঘটনায় বিমানবন্দরে যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন।
সৈয়দপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, আরও দু-এক দিন শৈত্যপ্রবাহ চলবে। এরপর পরিস্থিতির উন্নতি ঘটবে।