নীলফামারীর সৈয়দপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচটির মধ্যে চারটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পরাজিত হয়েছেন। গতকাল রোববার রাতে ভোট গণনার পর প্রাপ্ত ফলাফলে এসব তথ্য জানা যায়। এর আগে গতকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।
পাঁচ ইউপিতে জয়ীরা হলেন ১ নম্বর কামারপুকুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আনোয়ার হোসেন সরকার, ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নে জাকের পার্টির প্রার্থী লানছু চৌধুরী, ৩ নম্বর বাঙালিপুর ইউনিয়নে আওয়ামী লীগের শাহজাদা সরকার, ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মনিরুজ্জামান জুন এবং ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মাসুদ রানা।
উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম।
উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে আওয়ামী লীগের গলার কাঁটা হয়ে দাঁড়ান বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা।