ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি

সেই রনি ভর্তি হলেন বুয়েটে

অদম্য মেধাবী রনি মোল্লা
অদম্য মেধাবী রনি মোল্লা

প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হয়েছেন নাটোর সদরের অদম্য মেধাবী রনি মোল্লা। গত শনিবার তিনি বুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগে ভর্তি হয়েছেন।

উচ্চমাধ্যমিকে রনি মোল্লার পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষাবৃত্তি দিয়ে সহায়তা করে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল। রনি নাটোর সদরের আগদীঘা গ্রামের আলেক মোল্লা ও নুরভানু বেগমের সন্তান। ২০১৮ সালে আগদীঘা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন রনি। পরে তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি নিয়ে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে ভর্তি হন।

উচ্চমাধ্যমিকেও সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন রনি। বুয়েটের পাশাপাশি রনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। তবে প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে তিনি বুয়েটে ভর্তি হয়েছেন।