পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে যাওয়া হাবিবুর রহমান (২৭) নামের এক মৌয়াল বাঘের হামলায় নিহত হয়েছেন। আজ বুধবার সকালে কৈখালী স্টেশনের কাছে হোগলডাঙা এলাকায় মধু সংগ্রহকালে তিনি বাঘের মুখে পড়েন।
নিহত হাবিবুর রহমান শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামের আবদুল আজিজ মোল্যার ছেলে। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন বন বিভাগের সহায়তায় সুন্দরবনের ভেতরে ঢুকে তাঁর লাশ নিয়ে এলাকায় ফিরে আসেন।
নিহত হাবিবুর রহমানের প্রতিবেশী স্থানীয় রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনারুল ইসলাম বলেন, কৈখালী স্টেশন থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে এপ্রিলের শুরুতে সহযোগীদের সঙ্গে হাবিবুর সুন্দরবনে ঢোকেন। আজ সকালে আকস্মিকভাবে বাঘ তাঁর ওপর হামলে পড়ে তাঁকে বনের ভেতরে নিয়ে যায়। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, সুন্দরবনে বাঘের হামলায় একজনের মৃত্যুর খবর তিনি শুনেছেন। হাবিবুরের সুন্দরবনে ঢোকার অনুমতিপত্র থাকলে তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।